সত্যিকারের ভালোবাসা মিথ্যা ভালোবাসা চেনার উপায়।
ভালোবাসা আসলে বলা জায় কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু সত্য। যে সত্যগুলো সকল সত্যিকারের ভালোবাসার মধ্যেই থাকে।ভালোবাসার মানুষকে যতোই ভুলে যাওয়ার চেষ্টা করা যাক না কেন, যাকে মন থেকে ভালবাসাবে তাকে কখন ভুলে থাকতে পারবে না। কন্ত কাউকে কখনো যোর করে ভালোবাসা যায় না। ভালোবাসা পুরোপুরি একজন মানুষের একান্ত ব্যাপার।কাউকে ভালোবাসার অর্থ হচ্ছে তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা।
একজন ভালবাসার মানুষ কখনো তার ভালবাসার মানুষের ভাগ দিতে পারে না ।তেমনই ভালোবাসার মানুষকে কখনো হারাতে দিবে না। একজন আরেকজনের সব দোষ গুণ মেনে নেয়াকে সত্যিকারের ভালোবাসা বলে। ভালোবাসা জিনিসটি শুধুমাত্র একে অপরের আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না। এতে থাকতে হয় একেঅপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস করবে।আমাদের মাঝে এরকম ভালবাসা হওয়া উচিত।একজন আরেকজনের সাথে মিলে মিসে চলবে,তার সপ্নগুলা পুরন করবে,তাহলেই আমাদের ভাল বাসাটা প্রকাস পেয়ে থাকবে।
ভালোবাসা কেমন হওয়া উচিত নবী করিম (সাঃ) একটি ঘটনা বলি হাদিসে এসেছে যখন খাদিজা (রাঃ) মারা গেলেন মৃত্যুর পরে খাদিজা (রাঃ) যখন কবরবাসী হয়ে গেছেন তখন একদিন রাতে নবী করীম(সাঃ) সেই রাতে বিছানায় ছিলেন না তখন বিবি আয়েশা (রাঃ) বলেন নবী কোথায় তখন তিনি ভাবেন তার অন্যা বউ এর কাছে গিয়েছে ওই অবস্থায় আয়েশা (রাঃ)বের হয়ে দেখে নবী করীম (সাঃ) খাতিজা (রাঃ)কবরের সামনে দুই হাত তুলে দোয়া করছে ।
আর বললেন কিয়ামতের কঠিন দিনে মা তার সন্তানকে চিনতে পারবে না। বাবা তার সন্তানকে ভুলে যাব...তখন যেন আমি আমার কলিজার টুকরা বউ স্ত্রী খাতিজাকে না ভুলে যায়। সত্যিকারের ভালোবাসা নবি করিম (সাঃ) এর মত হওয়া উচিত।
ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়।
একটা ছেলের সত্যিকারের ভালোবাসা কিভাবে চিনবেন আমি কিছু উদাহরণ দিয়ে বলে যাই আপনাদের শুনতে আশ্চর্য লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই যে ছেলেরা যখন প্রথম ভালবেসে থাকে তখন তাকে নিজের মত করে ভালবাসে, এবং নিজের আপন একজন মনে করে রাখার চেষ্টা করে। যে সত্যিকারের ভালবাসে একটা সময় হয়তো নিজের জীবন দেয়ার মত একটা সময় আসে।
কিন্ত তুচ্ছ কারণে হয়তো তাকে দূরে ঠেলে দেওয়া হয়। সত্যিকারের ভালোবাসা চিনতে হলে আপনাদের দেখতে হবে আপনার জন্য কি করছে, কতটা সময় দিচ্ছ্ সে কেমন ছিল বা এখন কেমন আছে, বা আপনার জন্য কেমন হয়েছে, তা দেখলেই বোঝা যাবে সত্যি কারের ভালোবাসে কি না ।আপনাকে যে সত্যি সত্যি ভালবাসবে তা বুঝার কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম
১/সর্বক্ষণ আপনার ফোনের অপেক্ষায় থাকবে।
২/আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় থাকবে।
৩/আপনার সাথে কথা বলার অপেক্ষায় থাকবে।
৪ /আপনাকে এক পলক দেখার জন্য অপেক্ষায় থাকবে।
৫/তার পার্সোনাল কথা শুধু বলার জন্য আপনার জন্য অপেক্ষায় থাকবে।
ছেলেদের মিথ্যা ভালোবাসা চেনার উপায়
মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়
মেয়েদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলঃ- কোন মেয়ে কোন ছেলেকে ভালবাসবে তখন তার প্রত্যেকটি কথাই রিয়েকশন দিবে। তার কথা শুনবে, এবং তার কথাই মূল্যায়ন দিবে্এবং তাকে সারাক্ষণ মিস করবে , সে আপনাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না। প্রকৃত ভালোবাসা বুঝবেন সে আপনাকে সময় দিচ্ছে কিনা আপনার সাথে তার পার্সোনাল কথা শেয়ার তার মনের কথা শেয়ার করে তাহলেই বুঝবে যে আপনাকে সত্যিকারের ভালবাসে।
আপনার সাথে যদি ঝগড়া হলেও সে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাওয়াটার নাম ভালোবাসা এবং ভালোবাসা এমন জিনিস যদি আপনাকে সত্যিকারের ভালবেসে থাকে তাহলে আপনার সাথে যত বড় বড় ঝগড়া হোক না কেন সে সম্পর্ক নিজে থেকে বাঁচাতে চাইবে। এবং সে নিজ থেকেই সব ঠিক করে নিবে। এবং সে পাগলের মতো তাকে ভালবাসবে, ও ভালোবাসার মানুষ কে হারানোর সর্বক্ষণ তার ভিতরে ভয় থাকবে।
মেয়েদের মিথ্যা ভালোবাসা চেনার উপায়
যদি আপনাকে না ভালোবাসে তাহলে আপনার সাথে বিনা কারণে রাগ অভিমান ছেড়ে যাওয়ার জন্য বাহানা করতে থাকবে সামান্য কিছু ব্যাপারে আপনার সাথে অনেক রাগান্বিত হবে এবং আপনার জন্য সময় তার সময় হবে না সারাক্ষণ ব্যস্ততা দেখাবে এবং আপনার জন্য কোন রেসপেক্ট থাকবে না। এবং তার কোন পার্সোনাল জিনিস বা কথা বাত্রা তার সাথে শেয়ার করবে না এবং আপনার কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবে।যেমন
১/তার জন্য সময় না থাকা
২/তার কথা মনে না পড়া
৩/ফোন দিলে ব্যস্ততা দেখানো
৪/তাকে এড়িয়ে চলা
৫/সে ফোন দিলে বিরক্তি বোধ করা
ভালোবাসা গভীর করার উপায়
ভালোবাসা এমন একটা সম্পর্ক, যা দুজনের মতামত প্রয়োজন। এবং দুজন এর যত্ন পরিচর্যা না থাকলে তা ধীরে ধীরে ভালোবাসা দুর্বল হয়ে জায়। ভালোবাসা গভির করতে হবে দুজনকে সুখে-দুখে সব সময় পাশে থাকতে হবে। সে আপনার পাশে আপনি তার পাশে থাকার চেষ্টা করতে হবে ।এবং দুজনের সম্পর্ক যেন অটুট থাকে সমান ভাবে চেষ্টা করে যেতে হবে।যদি সম্পর্ক সুন্দর রাখতে চান তাহলে দুজনের মধ্যে কোন তর্ক করা যাবে না।কারণ দুজনের মধ্যে তর্ক হলে তাদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু দুজনের এক সাথে থাকলে আমাদের মধ্যে ঝগড়া হবে। তা নিজেদের মধ্যে যদি ঝগড়া হয় নিজের মধ্যে তার সমাধান করে নিতে হবে, তাহলে ভালোবাসা গভীর হয়ে থাকবে। আপনাদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ড থাকা দরকার যা দুজনকে ভালোবাসা গভীর পর্যায়ে যেতে সাহায্য করে যেমন আপনাদের দুজনের মধ্যে আপনি কতটা ভালোবাসেন তাকে বোঝানো সে আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনাকে বোঝানো অতএব দুইজন দুজনার প্রকাশ করতে হবে আপনাদের ভালোবাসার অনুভূতি কথা এবং নির্দ্বিধায় বলে ফেলুন তাহলেই আপনাদের ভালোবাসার গভীরতা উজ্জ্বল পাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url